শিক্ষামন্ত্রী না এল লাগাতার চলবে বিক্ষোভ কর্মসূচি... হুমকি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

author-image
Tamalika Chakraborty
New Update
protest teachers  n

নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। তারপরেও তাঁদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীকে তাঁদের অবস্থান বিক্ষোভে আসতে হবে। তাঁকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। সরকারের অবস্থান জানাতে হবে। তারপরেই এই বিক্ষোভ কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন বিকাশ ভবনের সামনে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। 
protest teachers