আরও ঠান্ডা পড়বে কলকাতায়! তৈরি তো

কলকাতার তাপমাত্রা আরও কমবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি।

New Update
kolkata winter n.jpg

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণঝড়ের দাপট কমে যাওয়ার পরেই রাজ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। কলকাতাতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। কলকাতাতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা চিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেই তাপমাত্রা ১৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলং, কালিম্পংয়ে বুধবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।