নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতভর উত্তপ্ত ছিল রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের আন্দোলনে হস্তক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। অনেকেই আহত হন।
/anm-bengali/media/media_files/2025/05/16/ZCeVPJ4TIGpN9YjQIzL3.jpg)
ঘটনার জেরে রাজ্যের রাজনৈতিক উত্তাপও বেড়েছে। শুক্রবার সকালেও আন্দোলন স্থলে বিক্ষোভ অব্যাহত ছিল। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ফের মুখোমুখি হন পুলিশের। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতৃত্বের প্রতি সরাসরি পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনের পক্ষে থাকা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “আমরা সর্বস্তরের মানুষ ও সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানাচ্ছি। দয়া করে আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা কাউকে ‘গো-ব্যাক’ বলব না। আপনারা দলের পতাকা না নিয়ে, কেবল মানবিকতার জায়গা থেকে পাশে থাকুন।”ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা ইতিমধ্যেই সোচ্চার, এবং এই ঘটনায় রাজনীতির পারদ আরও চড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us