New Update
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার থেকে লাগাতার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এখনও পর্যন্ত সরকারের তরফে তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। তবে পুলিশের লাঠির মুখে পড়তে হয়েছে এই নিরস্ত্র শিক্ষক-শিক্ষিকাদের। এই পরিস্থিতি অবস্থান বিক্ষোভের পরবর্তী কর্মসূচি হিসেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানিয়েছেন, এবার তাঁদের সঙ্গে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করতে পারেন, সেই পরিকল্পনা করছেন।