নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন কুমারটুলির মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের স্লোগানে ভরে ওঠে কুমারটুলির আকাশ। অন্যদিকে, রবিবার রিক্সা চালকরা নিজেদের যান নিয়ে আরজি কর ঘটনার প্রতিবাদে মিছিল করেন। তাঁরা রাজ্যের প্রতিটি নারীর সুরক্ষা চান।
/anm-bengali/media/media_files/IZyQw9E58M6IHLgdbJhl.png)
প্রসঙ্গত, ৯ আগাস্ট আরজি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়। তারপর থেকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই ১৩ আগাস্ট নিজেদের হাতে নেয় হাইকোর্টের নির্দেশে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম সঞ্জয় রায়। তিনি পেশায় সিভিক পুলিশ। বার বার অভিযোগ উঠছে, পুলিশের কারণে একাধিক প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইয়ের আধিকরারিকরাও ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।
এই তদন্তে সিবিআই শতাধিক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে অনেকের বয়ানে অসঙ্গতি দেখা গিয়েছে। অনেকের ক্ষেত্রে বয়ানের সঙ্গে ফোন লোকেশন মিলছে না। অন্যদিকে, সম্প্রতি তদন্তে দেখা গিয়েছে, সিবিআইকে যখন প্রাক্তন প্রিন্সিপাল বলেছেন, যে তিনি সকাল দশটার সময় ড্রাইভারকে ফোন করেছিলেন। তখন তাঁর চালক দাবি করেছেন, সন্দীপ ঘোষ তাঁকে কাকভোরে ফোন করেছেন। গাড়ির গতিপ্রকৃতি সরোজমিনে তদন্ত করে দেখা হবে বলেও জানা গিয়েছে।
#WATCH | West Bengal: Sculptors of Kumartuli hold a protest march in Kolkata against RG Kar Medical College & Hospital rape-murder incident pic.twitter.com/rRl5pr7ifY
— ANI (@ANI) September 8, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)