/anm-bengali/media/media_files/QBnOboAHpCPrMHtiClmE.jpg)
নিজস্ব সংবাদদাতা: সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে রয়েছে রাজনীতি। জুনিয়র চিকিৎসকরা যেন কোনও রাজনীতির উসকানিতে পা না দিয়ে কাজে ফিরে আসেন। অন্যদিকে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, আমরা কোনও রাজনীতি করছি না। আমাদের নবান্নের থেকে চিঠিতে বলা হয়েছে ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি যেতে পারেন। কিন্তু আমাদের ২৬টি মেডিক্যাল কলেজ রয়েছে। প্রতিটা কলেজের একজনকে তো প্রতিনিধি হিসেবে যেতে হবে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। অন্যদিকে, বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র চিকিৎসকদের একটি দল মিছিল করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে আলোচনা যোগ দেন।
/anm-bengali/media/media_files/i5CSl12ek03jOHmKDRki.jpg)
অন্যদিকে, চন্দ্রিমা ভট্টাচর্য বলেন, খোলা মনে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসছেন না। সেই কারণে শর্ত দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের আদেশের মান্যতা দিয়েই রাজ্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে, সেই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেছেন, যাই সিদ্ধান্ত নেওয়া হবে, তা সবাই জানতে পারবে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us