নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় তদন্ত নিয়ে এবার CBI-এর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। তাঁদের দাবি, সিবিআই টাকা নিয়ে তদন্তের সত্য গোপন করার চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে তাঁরা দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। ভাবছেন রাষ্ট্রপতির কাছেও যাবেন। তাঁদের স্পষ্ট কথা, ন্যায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, CBI সঠিকভাবেই তদন্ত করছে, কারও প্রভাব পড়ে না। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মৃত চিকিৎসকের মা-বাবার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।
ঘটনার ন্যায়বিচার চেয়ে পরিবার যেমন সামনে এসেছে, তেমনি তদন্তের নিরপেক্ষতা নিয়েও তৈরি হয়েছে জনমনে প্রশ্ন।