নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে টানা ৪২দিন কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আংশিকভাবে কাজে যোগ দেওয়ার পরেই ফের একাধিক মেডিক্যাল কলেজে হামলার ঘটনা ঘটে। যার জেরে জুনিয়র চিকিৎসকরা নতুন করে কর্ম বিরতিতে যান। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও, এবার তাঁদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।
জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় দফায় কর্মবিরতি প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী সাংবাদিকদের বলেন, "আমরা যেমন নিজেদের কাজ করে রাস্তায় রয়েছি। জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছি, একটা পর্যায় পর্যন্ত তাঁরা কর্মবিরতি করেছেন। সিনিয়র চিকিৎসকরা তাঁদের সমর্থন করে বাড়তি কাজ করেছেন। কিন্তু এখন কৌশল বদলের সময় এসেছে। যেখানে গরীব মানুষকে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের একাংশ ক্ষেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।কর্মবিরতির মতো পদক্ষেপ না করে, কাজ করে কীভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায় সেই দিকে চিন্তা করা প্রয়োজন।"
অন্যদিকে, চিকিৎসক ও আর জি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস ফ্রান্সিস বিশ্বাস বলেন, "আমি চাইব রোগীদের দিক থেকে চিন্তা করে, রোগীদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ওঁদের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখা উচিত।"