আন্দোলনে কেউ অভুক্ত থাকবে না! খাবার এল রাজারহাটের সাধারণ মানুষের কাছ থেকে

আন্দোলনরত জুনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষের জন্য খাবার পাঠালো রাজারহাটের সাধারণ মানুষ।

author-image
Tamalika Chakraborty
New Update
Rajarhat hunior doctors

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সারারাত চলবে অবস্থান। সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু এই আন্দোলনে কেউ অভুক্ত রাত কাটাবে না। এমনটাই যেন স্থির করে নিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস থেকে খাবার তৈরি করে ইতিমধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গিয়েছে। অন্যদিকে রাজারহাটের সাধারণ মানুষ আন্দোলনরত  চিকিৎসক ও সাধারণ মানুষের জন্য নিয়ে হাজির করেছে রুটি, মিষ্টি, ঘুগনি। রাজ্যের মানুষ যেন প্রতিজ্ঞা নিয়েছেন, আন্দোলনে কেউ যেন অভুক্ত না থাকে। 

junior doctors swasthya bhawan abhijan

মির্চি অগ্নি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, "রাজারহাটের গ্রামের মানুষজন। নিজেদের গরজে, নিজেদের খরচে আমাদের (জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের) ডিনারের ব্যবস্থা করে দিয়েছেন।  উৎসবেই তো আছি‌। মানুষের উৎসব।"

আন্দোলনে ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকে উপস্থিত হয়েছেন। অন্যদিকে, যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাস থেকে  আন্দোলনরত চিকিৎসকদের খাবার পৌঁছে গিয়েছে। জানানো হয়েছে, যতদিন আন্দোলন চলবে, সেখান থেকে খাবার যাবে। এছাড়াও চিকিৎসকদের জন্য রেস্টরুম ও বাথরুম খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

 tamacha4.jpeg