/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো এবং কার্নিভাল মিটে গেছে। তারমধ্যেই মঙ্গলবার রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই ভোট প্রচারের জোর প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল সরকার। জেলা সফরের কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের তরফে জানান হয়েছে, পুজোর আবহে জুনিয়র চিকিৎসকরা একের পর এক কর্মসূচি নিয়েছেন। সেই সময় অনেক অপপ্রচার হয় বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। এই অপপ্রচারের পাল্টা জবাব দিতেই তৃণমূলের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলে শাসক দলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেক জেলায় কর্মসূচি নিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীদের। বাড়ি বাড়ি প্রচার, পথসভা এবং মিছিল করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে মানুষের সামনে তুলে ধরবেন সিপিএম–বিজেপি কেমন করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের অনশন ১২ দিনে পড়তে যায়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের তরফে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। রাজ্য সরকারকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, হাসপাতাল ও স্কুলে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us