"যোগ্যদের ধরুন, চোরেদের পুষে রাখুন!" ধর্মতলা থেকে গ্রেফতার 'মোস্ট ওয়ান্টেড শিক্ষক'

ধর্মতলা থেকে গ্রেফতার করা হল শিক্ষক নেতা চিন্ময় মণ্ডলকে।

author-image
Tamalika Chakraborty
New Update
teachers protest leader


নিজস্ব সংবাদদাতা: 'হকের চাকরি' ফেরত পেতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হলেন শিক্ষক নেতা চিন্ময় মণ্ডল। ধর্মতলা থেকে শিক্ষক নেতা চিন্ময় মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার চাকরিহারা শিক্ষক -শিক্ষিকাদের শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলের জমায়েতের আগেই পুলিশে পুলিশে ছেয়ে যায় শিয়ালদা চত্বর। আন্দোলকারী শিক্ষক, শিক্ষিকাদের আটক করা হয়। তোলা হয় প্রিজন ভ্যানে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের সন্ধানে ধর্মতলা চত্বরে ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ। ধর্মতলা চত্বর থেকে গ্রেফতার করা হয় শিক্ষক নেতা চিন্ময় মণ্ডলকে। প্রিজনভ্যানে ওঠার সময় চিন্ময় মণ্ডল বলেন, "যোগ্যদের ধরুন, চোরেদের পুষে রাখুন।"

kolkata police edit .jpg