চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে হল না সুরাহা! আচার্য সদনের সামনে অব্যাহত থাকছে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন

এসএসসি ভবনের সামনে শিক্ষক-শিক্ষকাদের আন্দোলন অব্যাহত থাকছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Ssc


নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিকেলের দিকে চাকরিহারা শিক্ষকদের ছয় জন প্রতিনিধির সঙ্গে ফের বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান। বৈঠকের পর চাকরিহারা শিক্ষকরা বলেন, DI-দের কাছে যোগ্যদের তালিকা পাঠিয়েছে এসএসসি। যোগ্যদের সংখ্যা ১৫ হাজারের কিছু বেশি।  অন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, যাঁদের নাম DI-দের কাছে পাঠানো হয়েছে, তাঁরাই ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন পাবেন। তবে সেই নামের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। আন্দোনরত শিক্ষক-শিক্ষিকারা বলেছেন, তাঁদের দাবি এখনও পূরণ হয়নি। তাঁরা এসএসসি ভবনের সামনে আন্দোলন করে যাবেন। পাশাপাশি জানিয়েছেন, এসএসসি ভবন থেকে চেয়ারম্যান ও অন্যান্য কর্মীদের বাইরে বের হতে দেওয়া হবে না। তবে খাবার ও ওষুধ বাইরে থেকে এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করানো যাবে। এক্ষেত্রে মঙ্গলবারও সারারাত ধরে রাস্তা শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন করতে পারেন বলে  অনুমান করা হচ্ছে। 

ssc protettt