জরুরি অবস্থার কথা মনে করালেন তথাগত রায়! কী বললেন তিনি

তথাগত রায় টুইট করে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যরা খারাপ ব্যবহার করেছেন এবং সাসপেন্ড হয়েছেন। কিন্তু ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় বিরোধী সাংসদদের বিনা দোষে জেলে পাঠিয়েছিলেন

New Update
tathagata roy  edited .jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় টুইটারে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসকে। সংসদে সাংসসদদের সাসপেন্ড প্রসঙ্গে বলেন, 'সংসদ সদস্যরা  খারাপ ব্যবহার করেছেন এবং সাসপেন্ড হয়েছেন। এত বড় ব্যাপার! কিন্তু ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় বিরোধী সাংসদদের বিনা দোষে জেলে পাঠিয়েছিলেন এবং তাদের অনুপস্থিতিতে কুখ্যাত ৪২ তম সংশোধনী পাশ করিয়েছিলেন!'