/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিস্ফোরক মন্তব্য করে টুইট করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, "আমি রেজনা চৌধুরী বন্যার প্রশংসা করেছি। সঠিকটা পরিষ্কার করে দিই। আমি গঠন-নীতি নাই, কট্টর গঠন-নীতি- কিন্তু খেলা। সৈয়দ এ মুজবা আলী, পি জেত আবদুল কালাম, মুনতাসির মামুন প্রমুখেরা আমার কাছে নমস্যা। অপরপক্ষে জহরলাল নেহরু, জ্যোতি বসু, বা গো আজম আমার কাছে ঘৃলাম। রেজওয়ানা চৌধুরী বন্যা নিঃসন্দেহে প্রথম দলে পড়েন। কিন্তু এই বিভীষিকা খুঁজেও বিপজ্জনক হচ্ছে সেই সবকপাশে দেখতে আমাকে, যারা একইভাবে অন্যদের প্রতিবাদ করতে আমি সমাজ পতিত হতে পারব, কেউ 'ইন্টেলেকচুয়াল' বলে না।"
আমি রেজওয়ানা চৌধুরী বন্যার প্রশংসা করেছি দেখে অনেকের ধাঁধা লেগে গেছে দেখছি। ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই।
— Tathagata Roy (@tathagata2) January 28, 2024
আমি মুসলমান-বিরোধী নই, কিন্তু কট্টর হিন্দু-বিরোধী-বিরোধী। সৈয়দ মুজতবা আলী, এ পি জে আবদুল কালাম, মুনতাসির মামুন প্রমুখেরা আমার কাছে নমস্য। অপরপক্ষে জওহরলাল নেহরু, জ্যোতি…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us