/anm-bengali/media/media_files/FRxNVevvoq8eQnc0IwxH.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'ওরা চার জনকে গ্রেফতার করলে, আমরা আট জনকে গ্রেফতার করব।' বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন একাধিক বিজেপি নেতা। এবার প্রতিক্রিয়া দেখালেন তথাগত রায়। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি টুইটারে লেখেন, 'মাননীয়া নাকি বলেছেন আট জন বিজেপি এমএলএকে জেলে ভরে দেবেন। তা, শুভেন্দু অধিকারীকে নিশ্চয়ই নয়, অত হিম্মত হবে না। আর বাকিদের ধরে কি হবে, তাদের না আছে টাকা, না আছে ক্ষমতা, পরের দিনই জামিন পেয়ে যাবে। বরং কোনো বিজেপি-শাসিত রাজ্য থেকে আট জন এমএলএকে ধরে আনুন। তারপর ভারি মজা হবে!'
মাননীয়া নাকি বলেছেন আট জন বিজেপি এমএলএকে জেলে ভরে দেবেন। তা, শুভেন্দু অধিকারীকে নিশ্চয়ই নয়, অত হিম্মত হবে না। আর বাকিদের ধরে কি হবে, তাদের না আছে টাকা, না আছে ক্ষমতা, পরের দিনই জামিন পেয়ে যাবে।
— Tathagata Roy (@tathagata2) November 24, 2023
বরঞ্চ কোনো বিজেপি-শাসিত রাজ্য থেকে আট জন এমএলএকে ধরে আনুন। তারপর ভারি মজা হবে!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us