শুভেন্দুকে জেলে ভরার হিম্মত মুখ্যমন্ত্রীর হবে না, এ কী বললেন তথাগত রায়

শুভেন্দুকে জেলে ভরার হিম্মত মুখ্যমন্ত্রীর নেই, টুইটারে এমনটাই মন্তব্য করেন তথাগত রায়। পাশাপাশি তিনি বলেন, বাকি বিজেপি নেতাদের না আছে টাকা, না আছে ক্ষমতা।

author-image
Tamalika Chakraborty
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা:  'ওরা চার জনকে গ্রেফতার করলে, আমরা আট জনকে গ্রেফতার করব।' বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন একাধিক বিজেপি নেতা। এবার প্রতিক্রিয়া দেখালেন তথাগত রায়। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি টুইটারে লেখেন, 'মাননীয়া নাকি বলেছেন আট জন বিজেপি এমএলএকে জেলে ভরে দেবেন। তা, শুভেন্দু অধিকারীকে নিশ্চয়ই নয়, অত হিম্মত হবে না। আর বাকিদের ধরে কি হবে, তাদের না আছে টাকা, না আছে ক্ষমতা, পরের দিনই জামিন পেয়ে যাবে। বরং কোনো বিজেপি-শাসিত রাজ্য থেকে আট জন এমএলএকে ধরে আনুন। তারপর ভারি মজা হবে!'