নিজস্ব সংবাদদাতা: নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, "আমার চেয়ে বয়সে অনেক ছোট সায়নী ঘোষকে আমি ‘মেয়েছেলে’ বলেছি বলে অনেকে ক্ষিপ্ত হচ্ছেন দেখছি। কান খুলে শুনে রাখুন। আমার বয়সের জন্য আমি সোশাল মিডিয়ায় কোনো অতিরিক্ত মর্যাদা দাবী করি না। কমরেড, কাঠমোল্লা এবং মুলোরা আমাকে সে মর্যাদা দেয়ও না। অতএব এই মাধ্যমে সবাই সমান, কেউই ছোট বলে আহ্লাদ পেতে পারে না।"
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
সায়নী ঘোষকে 'মেয়েছেলে' বলে উল্লেখ! কী সাফাই দিলেন তথাগত রায়
ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় লেখেন, "আমার চেয়ে বয়সে অনেক ছোট সায়নী ঘোষকে আমি ‘মেয়েছেলে’ বলেছি বলে অনেকে ক্ষিপ্ত হচ্ছেন দেখছি।"
নিজস্ব সংবাদদাতা: নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, "আমার চেয়ে বয়সে অনেক ছোট সায়নী ঘোষকে আমি ‘মেয়েছেলে’ বলেছি বলে অনেকে ক্ষিপ্ত হচ্ছেন দেখছি। কান খুলে শুনে রাখুন। আমার বয়সের জন্য আমি সোশাল মিডিয়ায় কোনো অতিরিক্ত মর্যাদা দাবী করি না। কমরেড, কাঠমোল্লা এবং মুলোরা আমাকে সে মর্যাদা দেয়ও না। অতএব এই মাধ্যমে সবাই সমান, কেউই ছোট বলে আহ্লাদ পেতে পারে না।"