/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে একটি টুইট বার্তায় ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সিপিএমকে কটাক্ষ করেন। নাম না করে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। টুইটে তিনি লেখেন, 'সিপিএম বাঙালি হিন্দুকে এক কর্মবিমুখ খেঁকুরে মিটিং-মিছিলবাজ দাবীসর্বস্ব জাতিতে পরিণত করেছিল। তাদের মেধাবী ছাত্রী তাকে এক ভিখারীর জাতে পরিণত করল। আর যে পার্টি তাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারত তারা এক অন্তর্মুখী, জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, উদ্যমহীন দলে পরিণত হয়েছে।'
সিপিএম বাঙালি হিন্দুকে এক কর্মবিমুখ খেঁকুরে মিটিং-মিছিলবাজ দাবীসর্বস্ব জাতিতে পরিণত করেছিল।
— Tathagata Roy (@tathagata2) November 16, 2023
তাদের মেধাবী ছাত্রী তাকে এক ভিখারীর জাতে পরিণত করল।
আর যে পার্টি তাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারত তারা এক অন্তর্মুখী, জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, উদ্যমহীন
দলে পরিণত হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us