সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও সিপিএমকে এক যোগে আক্রমণ তথাগত রায়ের

বৃহস্পতিবার তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও সিপিএমকে একসঙ্গে আক্রমণ করেন। পাশাপাশি তিনি বিজেপিকেও কটাক্ষ করেন। বিজেপির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
tathagata roy  edited .jpg

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে একটি টুইট বার্তায় ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সিপিএমকে কটাক্ষ করেন। নাম না করে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। টুইটে তিনি লেখেন, 'সিপিএম বাঙালি হিন্দুকে এক কর্মবিমুখ খেঁকুরে মিটিং-মিছিলবাজ দাবীসর্বস্ব জাতিতে পরিণত করেছিল। তাদের মেধাবী ছাত্রী তাকে এক ভিখারীর জাতে পরিণত করল। আর যে পার্টি তাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারত তারা এক অন্তর্মুখী, জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, উদ্যমহীন  দলে পরিণত হয়েছে।'