কংগ্রেস ও বামপন্থী মূল্য়বোধ বিকৃত! ঠিক কী বললেন তথাগত রায়

পরোক্ষে কংগ্রেস ও বামপন্থী মূল্যবোধকে বিকৃত বলে উল্লেখ করেন তথাগত রায়। যেখানে মুসলিম ও অমুসলিম প্রশ্নে দেশ ভাগ হল, তার কথা তোলা কীভাবে সাম্প্রদায়িক হয় বলেও তিনি প্রশ্ন তোলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
tathagata roy .jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস ও বামপন্থী মূল্যবোধকে বিকৃত বলে উল্লেখ করলেন তথাগত রায়। তিনি বলেন, '৭৫ বছরের কংগ্রেস ও বামপন্থী প্রবর্তিত বিকৃত মূল্যবোধ আমাদের একটা বিচিত্র জায়গায় এনে ফেলেছে। যে মুসলিম-অমুসলিম প্রশ্নে দেশ ভাগ হল, অবিশ্বাস্য রক্তপাত হল, তার কথা তোলা নাকি ‘সাম্প্রদায়িকতা’। কিন্তু ভোটের লোভে হিন্দু সমাজকে উচ্চবর্ণ-নিম্নবর্ণ, আগাড়া-পিছাড়া বিভাজন করা ‘প্রগতি’ !'