তৃণমূল সাংসদের স্বামী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাটে হাঁড়ি ভেঙেছেন! বিস্ফোরক তথাগত

তথাগত রায় অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Tathagata Roy

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইট করে বলেন, "শুধু তাই নয়। কেউ নীতি আয়োগের মিটিঙে মমতাকে কথা বলতে বারণ করেনি। কিন্তু সেখানেও ভুয়ো অভিযোগ নিয়ে হাউ হাউ। কেউ ওঁকে বিজেপিবিরোধী সব দলের প্রতিনিধিও বানায়নি। কিন্তু সেখানেও ভুয়ো অভিযোগ নিয়ে হাউ হাউ।কিন্তু ওঁরই সাংসদের স্বামী রাজদীপ সরদেশাই মুখ ফস্কে এক দিন আগে হাটে হাঁড়ি ভেঙে ওঁকে বিপদে ফেলে দিয়েছেন।"

Mamata Banerjee Claver Smile.jpg