অপরাধ করে পালাতে গেলেও ভারতকে প্রয়োজন! কটাক্ষ তথাগতের

নাম না করে টুইটারে এবার বাংলাদেশকে বিঁধলেন তথাগত রায়। যে কোনও ক্ষেত্রে বাংলাদেশের ভারতের সাহায্য প্রয়োজন। টুইট করে সেকথা তিনি বলতে চান। এমনকী বাংলাদেশে অপরাধ করে অপরাধীরা ভারতে লুকিয়ে থাকে।

New Update
tatha edit.jpg

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথাগত রায় নাম না করে এবার বাংলাদেশকে বিঁধলেন। তিনি মঙ্গলবার সকালে একটা টুইট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের যে কোনও কিছুতেই ভারতের সাহায্য প্রয়োজন বা ভারতকে প্রয়োজন। তিনি সরাসরি খোলসা না করে বলেন, যদি সবজির দাম বাড়ে, পরিস্থিতি মোকাবিলা করতে সেখানেও ভারতের সাহায্য নিতে হয়, আবার উন্নত চিকিৎসার জন্যও ভারতের সাহায্য নিতে হয়। আবার অপরাধ করে পালাতে গেলেও ভারতের প্রয়োজন।