/anm-bengali/media/media_files/AKg284R1hkJovu59TfH1.jpg)
নিজস্ব সংবাদদাতা: নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর সুরক্ষিত জায়গা হিসেবে পরিচিত। অথচ সেই চৌকস নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ঘটল চাঞ্চল্যকর কাণ্ড। সবার চোখ এড়িয়ে মুখ্যমন্ত্রীর দফতর সংলগ্ন ১৪ তলায় পৌঁছে গেলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার! ঘটনার জেরে নবান্নের নিরাপত্তা ঘিরে উঠছে গুরুতর প্রশ্ন।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে নবান্নের ১৪ তলায় ওই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা ও পেশায় সিভিক ভলান্টিয়ার। নর্থ গেট দিয়ে তিনি ভবনে প্রবেশ করেন। জানা যাচ্ছে, অনেক সময় সিভিক ভলান্টিয়াররা জল নিতে এই পথ ব্যবহার করে থাকেন। নিরাপত্তারক্ষীরাও প্রথমে ধরে নিয়েছিলেন, ওই মহিলা হয়তো একই কারণে এসেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FPthRMKrEkKoYCuP1PxT.webp)
কিন্তু এরপরেই যা ঘটেছে, তা নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁকফোকরকে সামনে নিয়ে এসেছে। মহিলা প্রথমে লিফটে উঠে ১৩ তলায় যান, এরপর সিঁড়ি দিয়ে ১৪ তলায় পৌঁছন। সেখানে মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জানা যায়, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন।
তাঁর পরনে ছিল সিভিক ভলান্টিয়ারের পোশাক, কিন্তু কথাবার্তায় অসংলগ্নতা থাকায় পুলিশ তাঁকে আটক করে। কীভাবে তিনি সুরক্ষিত তলায় পৌঁছতে পারলেন, কোন ফাঁক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করলেন—সেসব খতিয়ে দেখছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে এমন ঘটনা প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us