/anm-bengali/media/media_files/IkPc4azjWJCSFu5MB9Z3.jpg)
নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। এবার বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার বার্তা ও সনাতন ধর্মকে রক্ষা করার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
On the auspicious occasion of Deepawali and Kali Puja, I would like to reiterate and assure my Hindu Sisters and Brothers of Bangladesh, that you are not alone in this hour of crisis. Our thoughts are with you and the Sanatani Community across the world stand in solidarity with… pic.twitter.com/VrjaQFNPCQ
— Suvendu Adhikari (@SuvenduWB) October 31, 2024
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দীপাবলী আর কালীপুজোর পূণ্য সময়ে আমি বাংলাদেশের হিন্দু ভাইবোনেদের বলছি, এই সংকটের সময় আপনারা একলা নন। আমাদের ভাবনা আপনাদের সঙ্গে রয়েছে, গোটা বিশ্বের সনাতনী সম্প্রদায় আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আপনাদের সকলকে শুভ দীপাবলী। \
পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, পৃথিবীর সমস্ত হিন্দুদের দীপাবলীর শুভেচ্ছা জানাই। হ্যাপি দেওয়ালি।বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দুরা রয়েছে। একদম চিন্তা করবেন না।আমরা সবাই আছি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us