/anm-bengali/media/media_files/2025/05/25/k4XuYv56TAsfRUvQq0dy.jpg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বড়সড় কারচুপির আশঙ্কা জোরালো হচ্ছে। নির্বাচন কমিশনের ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটার নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ভয়ঙ্কর অনিয়মের চিত্র উঠে এসেছে। সম্প্রতি এক ক্ষুদ্র পরিসরের অডিটেই ধরা পড়েছে গুরুতর নিয়ম লঙ্ঘনের ঘটনা, যা থেকে স্পষ্ট হয়েছে—নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীর ষড়যন্ত্র হতে পারে।
নির্বাচন কমিশনের প্রধান আধিকারিকের পাঠানো একটি গোপন মেমোতে জানা গেছে, দু’জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বিপুল সংখ্যক ভুয়ো আবেদনপত্র গ্রহণ করেছিলেন। যেসব আবেদনপত্রে নথিভুক্ত করা হয়েছিল তথাকথিত ‘নতুন ভোটারদের’, তার মধ্যে বহু আবেদনই ছিল সন্দেহজনক বা সম্পূর্ণ ভুয়ো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4RbIC5t5UFQPCjI3lear.jpg)
সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই আবেদনগুলির ক্ষেত্রে কোনও বাধ্যতামূলক যাচাই বা ফিজিকাল ভেরিফিকেশন হয়নি। যার ফলে, কত জন ভুয়ো ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে এখনই প্রশ্ন উঠছে।
এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মোট ফর্ম ৬-এর মাত্র ১ শতাংশ নমুনা পর্যালোচনার ভিত্তিতে! তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। অভিযুক্ত দুই সরকারি আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us