/anm-bengali/media/media_files/AmGjRZFYcThed7L7yD8R.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে দীর্ঘদিনের টানাপোড়েন ও অনিশ্চয়তার আবহে অবশেষে দেখা গেল আশার আলো। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত হয়ে গেল। বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার ভার তুলে দেওয়া হল পূর্বনির্ধারিত সার্চ কমিটির হাতে।
এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। বিচারকেরা উভয় পক্ষের ঐকমত্যে সম্মতি জানান এবং নির্দেশ দেন—১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি, অর্থাৎ রবীন্দ্রভারতী এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হবেন আগেই জমা দেওয়া তালিকা অনুসারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
রবীন্দ্রভারতীর উপাচার্য হিসেবে নির্বাচিত হন অধ্যাপিকা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কোচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর সুপারিশকৃত তালিকার প্রথম প্রার্থীকে নিয়োগে অনুমোদন দেয় আদালত।
বাকি যে ১৫টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুলে রয়েছে, সেগুলির বিষয়ে সুপ্রিম কোর্ট জানায়, বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটিই বাছাই করবে উপাচার্যের নাম। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে চার সপ্তাহ পরে।
উল্লেখ্য, রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টির উপাচার্য নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে যাদবপুর, কলকাতা ও রবীন্দ্রভারতীর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি সহ ১৭টি প্রতিষ্ঠান নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। প্রথমে মুখ্যমন্ত্রীর তালিকাকে মান্যতা দিলেও, পরে বাকি নামগুলি নিয়ে আপত্তি জানিয়ে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
শীর্ষ আদালত বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাতে বললেও কোনও সমাধানে পৌঁছানো যায়নি। অবশেষে সার্চ কমিটি গঠন করে নিয়োগের দায়িত্ব তাদের উপরেই ন্যস্ত করা হয়।
এই রায়ের ফলে আপাতত রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলেই আশা করছে প্রশাসনিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us