/anm-bengali/media/media_files/zF2QmKt86W0bOnGS56Jr.jpg)
নিজস্ব সংবাদদাতা: সংসদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাস্টারমাইন্ড ললিত ঝাকে নিয়ে সুকান্ত মজুমদারের একটি বিবৃতি তুলে ধরে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে, বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'গতকাল পার্লামেন্টের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনার কিংপিন তথা পরিচালক "ললিত ঝা" আসলে কি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ? কোনও ইস্যু না পেয়েই কি তৃণমূল গনতন্ত্রের পবিত্র মন্দিরকে বদনাম করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো? পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানাই।'
গতকাল পার্লামেন্টের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনার কিংপিন তথা পরিচালক "ললিত ঝা" আসলে কি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ?
— BJP West Bengal (@BJP4Bengal) December 15, 2023
কোনো ইস্যু না পেয়েই কি তৃণমূল গনতন্ত্রের পবিত্র মন্দিরকে বদনাম করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো? পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানাই।
-… pic.twitter.com/9yV5juBxQ9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us