New Update
/anm-bengali/media/media_files/TsHWYsGbuvdExFFsXpMX.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হুগলিতে কৃষকের আত্মহত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির তরফে টুইটারে একটি পোস্ট করা হয়। সেখানে একটি ভিডিওতে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, 'পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি তৃণমূল, কারণ তাদের কাছে এর থেকেও নাকি ভালো যোজনা রয়েছে। আজ জানতে চাই তাহলে কেন কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে?'
পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি তৃণমূল, কারণ তাদের কাছে এর থেকেও নাকি ভালো যোজনা রয়েছে। আজ জানতে চাই তাহলে কেন কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে?@DrSukantaBJP , রাজ্য সভাপতি pic.twitter.com/rZ2wve0VHQ
— BJP West Bengal (@BJP4Bengal) December 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us