New Update
/anm-bengali/media/media_files/gdiyF8evAjdt5I2rpxIQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: কল্যান বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি বিতর্কে তীব্র ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করে বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা নিন্দনীয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কল্যাণ বাবুকে সমর্থন করলেন, সেটা থেকে এটা বোঝা যায় যে এই শিক্ষা কে দিয়েছে!! যেমন দলনেত্রী তেমনই তার চ্যালা চামুন্ডারা হবে এটাই তো স্বাভাবিক !! ধিক্কার।"
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা নিন্দনীয়। কিন্তু @MamataOfficial যেভাবে কল্যাণ বাবুকে সমর্থন করলেন সেটা থেকে এটা বোঝা যায় যে এই শিক্ষা কে দিয়েছে!! যেমন দলনেত্রী তেমনই তার চ্যালা চামুন্ডারা হবে এটাই তো স্বাভাবিক !! ধিক্কার#shmeonmamatabanerjee#ShameOnTMC#MamataBanerjeepic.twitter.com/Ndp4ZNpNvc
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us