New Update
/anm-bengali/media/media_files/YnX5YibzPXC83zJPe0Fl.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে স্বস্তি পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/7T5FIdwHUBq2lNJY3CcW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us