New Update
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর মুখে ফের অশান্তি মেট্রোয়। মঙ্গলবার দুপুরে যতীন দাস পার্ক স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। আপ লাইনে আচমকাই ঝাঁপ দিলেন এক ব্যক্তি। মুহূর্তে থেমে যায় মেট্রো পরিষেবা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো আংশিকভাবে চালু রাখা হয়েছে। যাত্রীরা ভোগান্তির শিকার হলেও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us