খাস কলকাতার রাস্তায় অভিনেতা দম্পতিকে মারধর! কুকুর খাওয়ানোতেই বিপত্তি

কসবার রাজডাঙায় পথ কুকুরকে খাওয়াতে গিয়ে হেনস্থার অভিযোগ অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের বিরুদ্ধে। তদন্তে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
street dogs

নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতার রাস্তায় পথ কুকুরকে খাওয়াতে গিয়ে হেনস্থার শিকার হলেন এক জনপ্রিয় অভিনেতা দম্পতি। অভিযোগ, কসবার রাজডাঙা এলাকায় কুকুরকে খাবার দেওয়ার সময় মারধরের শিকার হন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও তাঁর স্ত্রী অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগ অনুযায়ী, রাজডাঙা রাস্তায় কয়েকটি পথ কুকুরকে খাওয়াচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় স্থানীয় একটি ক্লাব থেকে কয়েকজন হঠাৎ তেড়ে এসে তাঁদের বাধা দেয়। কুকুর খাওয়ানো নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা। অভিযোগ, সেই বচসাই পরিণত হয় শারীরিক হেনস্থায়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ভিডিওয় এক ব্যক্তিকে তাঁকে ধাক্কা দিতে দেখা গিয়েছে বলে দাবি।

street dog

ঘটনার পর অভিনেতা দম্পতি লিখিত অভিযোগ দায়ের করেন কসবা থানায়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যাঁদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে, তাঁদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শহরের বুকে পথ কুকুরকে খাওয়ানো নিয়ে এই ধরনের ঘটনার জেরে নতুন করে নিরাপত্তা ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।