রাজ্য বিজেপির নেতাদের ভবিষ্যৎ এবার সুনীল বনসলের হাতে, খারাপ ‘পারফরম্যান্স’এ মিলবে শাস্তি

কিছু এলাকায় এখনও কাজ বাকি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GyESbAZXAAE1GV_

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ৮১ হাজার বুথের মধ্যে ৬৫ হাজার বুথে ইতিমধ্যেই কমিটি গঠন সম্পন্ন করেছে বিজেপি। সোমবার বুথ সশক্তিকরণ কর্মশালায় এই তথ্য জানান দলের রাজ্য নেতৃত্ব। জানা গেছে, গঠিত বুথ কমিটিগুলির মধ্যে ৫০ হাজারের যাচাই প্রক্রিয়া শেষ হলেও, বাকি ১৫ হাজারের ভেরিফিকেশন এখনও বাকি। আপাতত প্রতিটি বুথ কমিটিতে একজন সভাপতি ও দুই সহযোগী নিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে কিছু এলাকায় এখনও কাজ বাকি। সংখ্যালঘু বুথে সাংগঠনিক দুর্বলতার অভিযোগ রাজ্য বিজেপি মানছে না। তাদের দাবি, সন্ত্রাস কবলিত অঞ্চলে কাজ করা কঠিন হলেও, সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে।

bansal

শুধু কমিটি গঠন নয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কার্যকরী পারফরম্যান্সের দিকেও নজর দিচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী ১৬ থেকে ২২ আগস্টের মধ্যে জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময়েই বাকি বুথগুলির ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। প্রশিক্ষণ শেষে বুথগুলির কর্মক্ষমতার মূল্যায়ন শুরু হবে এবং দেওয়া হবে পারফরম্যান্স গ্রেড।

কর্মশালায় উপস্থিত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জানান, সব নেতাদের কাজের ধরন ও দক্ষতা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী গ্রেড প্রদান করা হবে। দলের একাংশের মতে, এই গ্রেড ব্যবস্থা শুধুমাত্র বুথ নয়, ভবিষ্যতে রাজ্য ও জেলা কমিটিতেও প্রভাব ফেলতে পারে।