/anm-bengali/media/media_files/2025/11/07/sscss-2025-11-07-12-35-53.png)
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ, শুক্রবার। অবশেষে প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, প্রথমেই প্রকাশ করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল। পরে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে নবম ও দশম শ্রেণির ফলাফল।
এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৫ লক্ষ ২৫ হাজার প্রার্থী, আর আজ ঘোষণা হবে মোট ১২ হাজার ৫১৪টি শূন্যপদের ফলাফল। কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধের দিকেই SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই ফলাফল। ফলে আজকের দিনটি হয়ে উঠেছে হাজার হাজার প্রার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলাফল প্রকাশের পর অঞ্চলভিত্তিক ইন্টারভিউ পর্ব শুরু হবে। ইন্টারভিউর আগে সমস্ত নথি SSC-র কেন্দ্রীয় দফতরে খতিয়ে দেখা হবে। এবার কমিশন বাড়তি সতর্ক—প্রতি ১০০টি শূন্যপদের জন্য ডাকা হবে ১৬০ জন প্রার্থীকে। অর্থাৎ কড়া যাচাই-বাছাইয়ের মধ্য দিয়েই হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/07/sscaaa-2025-11-07-12-38-13.png)
এই ফলাফল নিয়ে যেমন আছে প্রার্থীদের প্রবল উত্তেজনা, তেমনই আছে একরাশ উদ্বেগও। কারণ এই পরীক্ষার পেছনে লুকিয়ে আছে প্রায় এক দশকের দীর্ঘ সংগ্রাম। মনে করিয়ে দিই, ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে উঠে এসেছিল বৃহৎ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। সেই মামলা গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছিল,
“পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
সেই রায়েই বাতিল হয় ২০১৬ সালের পুরো প্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, আদালতে লড়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC ফের শুরু করে নতুন করে পরীক্ষা প্রক্রিয়া। যাঁরা একসময়ে চাকরি পেয়েছিলেন মেধার ভিত্তিতে, তাঁদেরও ফের পরীক্ষা দিতে হয় যোগ্যতা প্রমাণের জন্য।
আজ, ৯ বছর পর, সেই প্রতীক্ষার অবসান। যাঁরা শিক্ষকতার স্বপ্ন দেখেছিলেন, তাঁদের কাছে আজকের দিন ইতিহাসের মতো। কেউ হয়তো নতুন জীবন শুরু করবেন, কেউ হয়তো পুরনো ক্ষত সারাতে পারবেন এই ফলাফলেই।
তবে কমিশনের উপর নজর এখনও আদালতের। তাই আজকের ফল প্রকাশ শুধু একটি পরীক্ষা নয়, এটি একাধিক জীবনের ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি, SSC-র বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us