/anm-bengali/media/media_files/2025/09/06/ssc-exam-2025-09-06-12-44-19.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই বসতে চলেছেন অসংখ্য চাকরিপ্রার্থী বহুল প্রতীক্ষিত নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। তবে শুধু পড়াশোনা নয়—পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে স্কুল সার্ভিস কমিশন (SSC) যে কড়া নির্দেশ দিয়েছে, তা জানা না থাকলে বিপাকে পড়তে পারেন পরীক্ষার্থীরা।
প্রথমেই যা অবশ্যই সঙ্গে রাখতে হবে তা হল অ্যাডমিট কার্ড। কিন্তু শুধু অ্যাডমিট কার্ডেই হবে না। তার সঙ্গে বাধ্যতামূলকভাবে রাখতে হবে অরিজিনাল সচিত্র পরিচয়পত্র—আধার কার্ড বা ভোটার কার্ড। শুধু তাই নয়, ওই আধার বা ভোটার কার্ডের সেল্ফ-অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে। এগুলি না থাকলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশই সম্ভব নয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/Fu5zKcfYISwGbb4eEU0B.jpg)
সময় মেনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোও জরুরি। পরীক্ষা শুরু দুপুর ১২টায় হলেও এসএসসি স্পষ্ট জানিয়েছে—কমপক্ষে ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সকাল ১০টার মধ্যে প্রত্যেক প্রার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। দেরি হলে প্রবেশে বাধা আসতে পারে।
কোনও জিনিস নিয়ে প্রবেশে কড়া নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ক্যালকুলেটর, মোবাইল, স্মার্ট ওয়াচ বা কোনও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। এমনকি জলের বোতলেও কোনও স্টিকার থাকলে তা নিয়েও ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
এই কড়া নির্দেশ লঙ্ঘন করলে পরীক্ষা থেকেই বাদ পড়তে হতে পারে বলে আগাম সতর্ক করেছে এসএসসি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us