ধর্মঘটে আগুন! গাঙ্গুলিবাগানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে ছিঁড়ল SFI নেতার জামা, চ্যাংদোলা করে সরানো হল সৃজন ভট্টাচার্যকে

গাঙ্গুলিবাগান থেকে চ্যাংদোলা করে সরানো হল সৃজন ভট্টাচার্যকে।

author-image
Tamalika Chakraborty
New Update
fgyu

নিজস্ব সংবাদদাতা: ধর্মঘট ঘিরে মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল গাঙ্গুলিবাগান মোড়। সকাল থেকে দোকানে দোকানে ঘুরে শাটার নামিয়ে দিচ্ছিলেন বাম কর্মী-সমর্থকেরা। হঠাৎই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

ঘটনার কেন্দ্রে ছিলেন SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। বাম নেতা এলাকায় হাজির হতেই পুলিশ তাঁকে আটকাতে গেলে পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ তাঁকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। সেই সময় ধাক্কাধাক্কিতে ছিঁড়ে যায় সৃজনের শার্ট।

এই ঘটনার পরেই বিস্ফোরক অভিযোগ আনেন সৃজন ভট্টাচার্য। জানান, পুলিশের হস্তক্ষেপে তিনি আহত হয়েছেন। অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করতেই পুলিশ এই কায়দায় হেনস্থা করেছে তাঁকে।

cpim katwa.jpg

ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, গাঙ্গুলিবাগানে উত্তেজনার মধ্যে পুলিশের কড়া অবস্থান ও বাম কর্মীদের পাল্টা প্রতিরোধ।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে তুমুল চাপানউতোর। প্রশ্ন উঠছে, আন্দোলনের নামে দোকান বন্ধের চেষ্টা কি সমর্থনযোগ্য? আবার, প্রতিবাদে অংশ নেওয়া এক সর্বভারতীয় ছাত্রনেতার সঙ্গে এই ধরনের আচরণ কি আদৌ যুক্তিযুক্ত?

এই সংঘর্ষের ছবি দেখে রীতিমতো চমকে উঠেছে নেটদুনিয়া। অনেকেই বলছেন, ‘গলা চেপে ধরার রাজনীতি চলছে রাজ্যে!’