/anm-bengali/media/media_files/2025/06/28/local-trains-2025-06-28-11-21-25.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেট্রোর পাশাপাশি পুজোয় ভিড় সামলাতে বিশেষ লোকাল চালানোর ঘোষণা করল পূর্ব রেল। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল ট্রেন। এর মধ্যে শিয়ালদহ মেন ও নর্থ সেকশনে ১৯টি এবং শিয়ালদহ সাউথ সেকশনে ১২টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
শিয়ালদহ মেন ও নর্থ সেকশন -
শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি–শিয়ালদহ: রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ পর্যন্ত ৬টি ট্রেন চলবে। এর মধ্যে রানাঘাট রুটে ২টি, নৈহাটি–রানাঘাট রুটে ২টি, শিয়ালদহ–নৈহাটি রুটে ২টি চলবে।
শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ: রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টো ৫৫ পর্যন্ত ৪টি ট্রেন চলবে এই রুটে।
শিয়ালদহ–বনগাঁ–বারাসত–শিয়ালদহ: রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর ৪টে ৩০ পর্যন্ত ৪টি ট্রেন চলবে। এর মধ্যে বনগাঁ রুটে ২টি, বারাসত রুটে ২টি চলবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/24/f6VmtsyiKr9Up1bJEiVK.jpg)
রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর: রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টে ৫৫ পর্যন্ত ৫টি ট্রেন চলবে। কৃষ্ণনগর–রানাঘাটে ১টি, কৃষ্ণনগর–নৈহাটিতে ২টি, কৃষ্ণনগর–কল্যাণীতে ১টি ও কল্যাণী–রানাঘাটে ১টি চলবে।
শিয়ালদহ সাউথ সেকশন -
এই রুটেও থাকবে মোট ১২টি স্পেশ্যাল ট্রেন। সঠিক সময়সূচি ও রুট শীঘ্রই প্রকাশ করবে রেল কর্তৃপক্ষ।
পুজোর দিনে শহর ও শহরতলির ভিড় সামাল দিতে এই উদ্যোগ নিল পূর্ব রেল। রেলের আশা, এতে সাধারণ যাত্রীরা রাতভর প্যান্ডেল হপিংয়ে স্বস্তি পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us