/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনার পর এবার তদন্তে নামল ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছেঁড়া চুল, জামাকাপড় এবং ধস্তাধস্তির একাধিক স্পষ্ট চিহ্ন। কলেজ চত্বরেই সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি যেন রয়ে গিয়েছে রক্ত-মাখা ছাপ হিসেবে।
ঘটনার তদন্তে আরও জোর দিচ্ছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন কলেজেরই অস্থায়ী কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের এক প্রভাবশালী নেতা বলে জানা গিয়েছে। তার সঙ্গে ছিল আরও দুই যুবক, যাঁরা ধর্ষণের সময় পাশেই দাঁড়িয়ে ছিল এবং গোটা ঘটনা ভিডিওতেও রেকর্ড করে রাখে বলে অভিযোগ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061383.jpg)
ঘটনার পর নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট হয়েছে, তাঁর শরীরে মারধরের চিহ্ন রয়েছে, যৌনাঙ্গে পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন এবং তাঁর গলায় রয়েছে কামড়ের দাগ। সব মিলিয়ে বলপূর্বক ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা।
ফরেন্সিক দল কলেজের বিভিন্ন ঘর, বিশেষ করে ইউনিয়ন রুম সংলগ্ন ওয়াশরুম ও গার্ডরুম খতিয়ে দেখছে। সেই জায়গাগুলি থেকেই উদ্ধার হয়েছে সম্ভাব্য অপরাধের প্রমাণ। চুলের গোছা, রক্তের দাগ এবং ছেঁড়া জামাকাপড় পরীক্ষা করে দেখছে তারা।
ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে আরও একাধিক সংস্থা যুক্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে লালবাজার সূত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us