New Update
/anm-bengali/media/media_files/9H19mOJXXkutZIIgFwl4.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার অমিত শাহের সভা ঘিরে রাজ্য বিজেপির প্রস্তুতি তুঙ্গে। এই সভাতেই রাখা হবে ড্রপ বক্স। সেখানেই বঞ্চিতরা অভিযোগ পত্র জমা দিতে পারবেন। তৃণমূলের তরফে এই কর্মসূচিকে নাটক বলে উল্লেখ করা হয়েছে। তবে অমিত শাহের সভা নিয়ে বিজেপির নেতা -কর্মীদের উন্মাদনা কোনও অংশে কম নয়। ইতিমধ্যে রবিবার অমিত শাহের সভাক খুঁটিপুজো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, SLST-র আন্দোলনকারীরা অমিত শাহের সভায় অংশগ্রহণ করবেন। তাঁরা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করবেন। তখনই নিজেদের অভিযোগেক কথা জানাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us