SIR নিয়ে চাঞ্চল্য! কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বড় মন্তব্য প্রধান বিচারপতির

কলকাতা হাইকোর্টে SIR নিয়ে জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে ভোটার তালিকা যাচাইয়ের দাবি, সময়সীমা বাড়ানোর আবেদন। প্রাক্তন ভোটার তালিকা প্রকাশের আরজি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

author-image
Tamalika Chakraborty
New Update
calcutta high court


নিজস্ব সংবাদদাতা: ‘এসআইআর’ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের অনুমতি চাইলেও, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই ধরনের মামলার জন্য আলাদা অনুমতির দরকার নেই, মামলা দাখিল হলেই শুনানি শুরু হবে।

মামলায় দাবি করা হয়েছে, ভোটার তালিকা যাচাই প্রকল্প ‘এসআইআর’ তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পুরোপুরি আদালতের নজরদারিতে হোক। পাশাপাশি, প্রকল্পের সময়সীমা বাড়ানোর আবেদনও জানানো হয়েছে। কেন এই প্রকল্পকে এত জরুরি মনে করছে কেন্দ্র? কী উদ্দেশ্যে রাজ্যজুড়ে এই প্রক্রিয়া চলছে? সেই ব্যাখ্যাও আদালতে পেশ করতে হবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

election commission  s

আরও একটি বড় দাবিও করা হয়েছে—২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক। অভিযোগ, ভোটার তালিকায় গরমিল ও বিভ্রান্তির সম্ভাবনা বাড়ছে, তাই অতীতের রেকর্ড জনসমক্ষে আনার প্রয়োজন। এর ফলে বর্তমান তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা আরও নিশ্চিত হবে বলে মনে করছেন আবেদকারী পক্ষ।

আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটার তালিকা সংস্কার নিয়ে রাজনীতি সরগরম, এবং এই মামলার ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠবে বলেই মনে করা হচ্ছে। আদালত নির্দেশ দিলে, রাজ্যের ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া আরও কঠোরভাবে চালানো হতে পারে।

দেশজুড়ে ভোট ব্যবস্থা নিয়ে প্রশ্নের আবহেই এই মামলা—কেন্দ্র ও রাজ্য প্রশাসনের ভূমিকা এখন বিচারবিভাগের নজরে। গণতন্ত্রের মূল কাঠামো রক্ষায় স্বচ্ছ ভোটার তালিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নই যেন আদালত কক্ষে প্রতিধ্বনিত হতে চলেছে।