তৃণমূলে ফিরছেন শোভন? দার্জিলিঙে মমতার সঙ্গে বৈঠক ঘিরে জোর জল্পনা রাজ্যে

বিধানসভা ভোটের আগে দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায়। কালীপুজোর পরই কি তৃণমূলে ফিরছেন প্রাক্তন মন্ত্রী? রাজ্য জুড়ে শুরু রাজনৈতিক জল্পনা।

author-image
Tamalika Chakraborty
New Update
shovan chaterjee


নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে রাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে দলবদলের জোয়ার। উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই রাজনৈতিক অঙ্কের হিসেব নতুন করে সাজছে। আর ঠিক এই সময়েই নতুন করে আলোচনায় এসেছেন একসময়ের তৃণমূলের প্রভাবশালী নেতা শোভন চট্টোপাধ্যায়।

বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, বুধবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভনবাবু। ওই বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে—তাহলে কি কালীপুজোর পরই তৃণমূলে ফিরে আসছেন শোভন চট্টোপাধ্যায়?

তৃণমূলের একাংশের মতে, দার্জিলিঙে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক ইঙ্গিত। কারণ, গত কয়েক বছর ধরে রাজনীতির আঙিনায় থেকে কার্যত দূরে ছিলেন শোভনবাবু। বিজেপিতে যোগ দিলেও সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

দলের শীর্ষ সূত্রে খবর, ভোটের আগে শোভনের ফেরার সম্ভাবনা নিয়ে তৃণমূলের মধ্যে কথাবার্তা চলছে। শোভনবাবু একসময় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং কলকাতা পুরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ফেরার ফলে দক্ষিণ কলকাতায় তৃণমূলের সংগঠনে নতুন উত্‌সাহ আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Mamata

যদিও এখনও পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় বা তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। তবে দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ আলাপচারিতা নিয়ে জল্পনা যে ক্রমেই বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাজনৈতিক মহলের মতে, “দার্জিলিঙে এই বৈঠক একপ্রকার বার্তা—পুরনো সৈনিকরা একে একে ফিরে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সংগঠনকে শক্তপোক্ত করতে চাইছেন।”

তবে শোভনবাবুর ঘনিষ্ঠরা বলছেন, “এখনই কিছু বলা যাবে না। সবকিছু সময় বলবে।”

সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন—“কালীপুজোর পর কি সত্যিই তৃণমূলে ফিরবেন শোভন?”