কলকাতার রাস্তায় এখনও হাঁটু সমান জল,জলমগ্ন শহরে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে পুরসভা

কলকাতার এখনও একাধিক রাস্তায় হাঁটু অবধি জল।

author-image
Tamalika Chakraborty
New Update
frdtfyuyiu

নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বর্ষণ হয়। এর ফলে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। হাওড়া ও শিয়ালদহ রুটে ট্রেন চলাচল সকালের দিকে ব্যাহত হয়। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। মেট্রো পরিষেবাও সকাল থেকে ব্যাহত হয়। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করেছে। সন্ধ্যার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।

Heavy-rains-in-Kolkata-1

বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে শহরের একাধিক রাস্তায় এখনও জল জমে আছে। উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, রাজা রামমোহন সরণী, কেশবচন্দ্র সেন স্ট্রিটে জল দাঁড়িয়ে আছে। দক্ষিণ কলকাতার টেগোর পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, পাম অ্যাভিনিউসহ আরও অনেক রাস্তায় জল জমে রয়েছে। নিউ গড়িয়া আবাসনের ভিতরও জলমগ্ন।

কলকাতা পুরসভা জানিয়েছে, রাতের মধ্যেই অনেক জায়গার জল নামিয়ে আনা হয়েছে। তবে কিছু স্থানে জল এখনও জমে আছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত জল সরানোর কাজ চলছে।