New Update
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতার মধ্যরাতে রাস্ত দখলের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে সারা রাজ্য জুড়ে হাজার হাজার নারী-পুরুষ যোগ দিয়েছিলেন। তারমধ্যেই মাঝরাতে আরজি করে একদল দুষ্কৃতী হানা দেয়। সেই দুষ্কৃতীদের হামলা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। দুষ্কৃতীদের কীভাবে নখদপর্ণে ছিল আরজি কর ক্যাম্পাস। কেন ধরে ধরে সিসিটিভি ভাঙা হল। বার বার প্রশ্ন উঠছে, আরজি করের চেস্ট সেমিনার হলে যাওয়ার লক্ষ্য ছিল কি দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের ভয়ে কেন কলকাতা পুলিশের সদস্যরা লুকিয়ে পড়লেন সেই নিয়েও শুরু হয়েছে আলোচনা। ঘটনায় নিরাপত্তা দাবি করে আরজি কর হাসপাতালের নার্সরা বিক্ষোভ শুরু করেন।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us