/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কসবায় ল কলেজে চাঞ্চল্যকর ঘটনার জেরে এবার গ্রেফতার হলেন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। রাতভর জেরা চলার পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসছে এমন কিছু তথ্য, যা এই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
সূত্রের দাবি, কলেজ চত্বরে ঘটে যাওয়া ঘটনার দিন পিনাকী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, তাঁর গতিবিধি ও কিছু 'অস্বাভাবিক' আচরণ তদন্তকারীদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঘটনার সময় তিনি ঠিক কী করছিলেন, কার সঙ্গে যোগাযোগ রাখছিলেন—তা নিয়েই চলছে গভীর অনুসন্ধান।
প্রাথমিক তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা থেকে অনুমান করা হচ্ছে, পিনাকী হয়তো কোনওভাবে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। পুলিশ এই বিষয়েই বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে। তাঁর মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশনও খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us