/anm-bengali/media/media_files/2025/01/14/2j67SsPP0BxhBr5jhgPa.jpg)
নিজস্ব সংবাদদাতা:২৩ সেপ্টেম্বর শিয়ালদা এবং হাওড়া শাখার প্রায় পুরো লোকাল ট্রেন পরিষেবা দিনের বেশির ভাগ সময় ব্যাহত ছিল। সকাল থেকে হাওড়ার রেললাইন জলে ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। শিয়ালদা দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেনও থমকে ছিল। এছাড়া অনেক দূরপাল্লার ট্রেনও বাতিল হয়ে যায়। শিয়ালদা দক্ষিণ ইয়ার্ড ও চিৎপুর উত্তর কেবিন জলমগ্ন হয়ে পড়েছিল। তবে রাতে পাম্পের মাধ্যমে জল বের করার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
হাওড়া ডিভিশনের রেলও ব্যাহত হয়েছিল। হাওড়া স্টেশনের ইয়ার্ডে জল জমে যাওয়ায় দিনের বেলায় প্রায় কোনও ট্রেনই সময়মতো চলতে পারেনি। বেশ কিছু “বন্দে ভারত” এক্সপ্রেসের যাত্রা বিঘ্নিত হয়। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/24/local-train-2025-09-24-09-23-42.jpg)
এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর আবহাওয়া ভালো থাকলে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলবে। শিয়ালদা ডিভিশন সিনিয়র ডিসিএম যশরাম মীনা বলেছেন, ভারী বৃষ্টির কারণে কিছুক্ষণ ট্রেন বন্ধ রাখা হয়েছিল। বালিগঞ্জ ও পার্ক সার্কাসে ৬ থেকে ৮ ইঞ্চি বৃষ্টির ফলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। মেন লাইনে ট্রেন চলাচলও কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। তবে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে আজ সকাল থেকে অফিস টাইমে পরিষেবা স্বাভাবিক থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us