সাঁতরাগাছিতে উত্তেজনা চরমে! ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশের দিকে পাথর নিক্ষেপ—প্রস্তুত জলকামান ও কাঁদানে গ্যাস!

সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকানোর চেষ্টা প্রতিবাদকারীদের।

author-image
Tamalika Chakraborty
New Update
santragachi

নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযান ঘিরে কলকাতা ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাস্তায় ধাপে ধাপে ব্যারিকেড বসানো হয়েছে, শুধু তাই নয়—রাস্তা খুঁড়ে লোহার রড পোঁতা থেকে শুরু করে কন্টেনার পর্যন্ত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, এবং এলাকায় উপস্থিত রয়েছেন লালবাজারের একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। নবান্ন অভিমুখী মিছিলকে আটকে দিতে গার্ডরেল ও একের পর এক ব্যারিকেড ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও এত উঁচু ব্যারিকেড তৈরি হয়েছে যে তা দু’জন মানুষের সমান।

nabanna abhijan a

অন্যদিকে, সাঁতরাগাছি এলাকায় নবান্ন অভিযানকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সেখান থেকে নবান্নের দিকে যাওয়ার পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু প্রতিবাদকারী সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন, কেউ কেউ আবার পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এর জবাবে ব্যারিকেডের ওপারে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাফ মোতায়েন রয়েছে। জলকামান ও কাঁদানে গ্যাস প্রস্তুত রাখা হয়েছে যেকোনও পরিস্থিতি মোকাবিলায়।

প্রতিবাদকারীরা হাতে “দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” লেখা পোস্টার নিয়ে বিক্ষোভে অংশ নেন। পাশাপাশি তারা পুলিশের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।