ভালো পা-কে ব্যান্ডেজ জড়িয়ে মানুষকে বোকা বানিয়েছিলেন সন্দীপ ঘোষ! উঠে এল বিস্ফোরক তথ্য

সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
suvendu sad face

নিজস্ব সংবাদদাতা: আরজি কর প্রসঙ্গে  পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই, সেখানে এধরনের অবস্থা দেখা যায়। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সিবিআইয়ের নোটিশের উত্তর দেননি। সেই কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালে তিনিই একটা পা'কে ব্যান্ডেজে জড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়েছিলেন।"

suvendu adhikari tmc.jpg

rg kar protest 1

 tamacha4.jpeg