New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/3sLyRk7vmQCIWyQtBNfA.jpg)
নিজস্ব সংবাদদাতা: দমদম রেলস্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)-এর এক জওয়ান। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাকদার বাসিন্দা জগদীশচন্দ্র সরকার। জানা গিয়েছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর ডান পা কাটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে, সেখানে এখন তিনি চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই ট্রেন চলার সময় আরপিএফ জওয়ান তাঁকে ঠেলে ফেলে দেয়। ভয়ঙ্কর এই ঘটনায় রেলযাত্রীদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে স্থানীয়দের দাবি, এমন হঠকারী আচরণ খুবই নিন্দনীয় এবং দোষীর বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us