প্রতিবাদে সামিল রিক্সা চালকরা! তিলোত্তমার বিচার চেয়ে একী বললেন

আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদে সামিল হলেন রিক্সাচালকরা। পোস্টার নিয়ে তাঁরা তাঁদের রিক্সাকে সঙ্গে করে প্রতিবাদ মিছিলে সামিল হন।

author-image
Tamalika Chakraborty
New Update
y

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদে সামিল হলেন রিক্সাচালকরা। পোস্টার নিয়ে তাঁরা তাঁদের রিক্সাকে সঙ্গে করে প্রতিবাদ মিছিলে সামিল হন। এই প্রসঙ্গে এক রিক্সাচালক বলেন, "অরবিন্দ যাদব বলেছেন, "আমরা আরজি কর কলেজে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ করছি। গরীব সহ সকলের মা-বোন আছে। আমরা বিচার চাই এবং তাই আমরা এখানে আছি।"

riksha puller

অন্যদিকে রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে শুনানি। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিলের খবর পাওয়া যাচ্ছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা  ফের একবার রাত দখলের ডাক দিয়েছেন। একদিকে, যেমন সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। তেমনি ৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আরজি করের নির্মম হত্যাকাণ্ডের একমাস পূর্ণ হল।  

প্রসঙ্গত, ৯ আগাস্ট আরজি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়।  তারপর থেকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই ১৩ আগাস্ট নিজেদের হাতে নেয় হাইকোর্টের নির্দেশে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম সঞ্জয় রায়। তিনি পেশায় সিভিক পুলিশ। বার বার অভিযোগ উঠছে, পুলিশের কারণে একাধিক প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইয়ের আধিকরারিকরাও ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। 

এই তদন্তে সিবিআই শতাধিক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।  তবে অনেকের বয়ানে অসঙ্গতি দেখা গিয়েছে। অনেকের ক্ষেত্রে বয়ানের সঙ্গে ফোন লোকেশন মিলছে না। অন্যদিকে, সম্প্রতি তদন্তে দেখা গিয়েছে, সিবিআইকে যখন প্রাক্তন প্রিন্সিপাল বলেছেন, যে তিনি সকাল দশটার সময় ড্রাইভারকে ফোন করেছিলেন। তখন তাঁর চালক দাবি করেছেন, সন্দীপ ঘোষ তাঁকে কাকভোরে ফোন করেছেন। গাড়ির গতিপ্রকৃতি সরোজমিনে তদন্ত করে দেখা হবে বলেও জানা গিয়েছে।     

 tamacha4.jpeg