এক বছরেও ন্যায় মেলেনি! আরজি কর কাণ্ডে সিবিআই সরে দাঁড়াতে চায়?

আরজি করে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, সিবিআই তদন্ত থেকে সরে যেতে চাইছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Rg kar


নিজস্ব সংবাদদাতা: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হলেও, ন্যায়ের আলো আজও দেখেননি মৃতার পরিবার। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। মৃতার বাবার অভিযোগ, সিবিআই ডিরেক্টর নিজে তাঁকে জানিয়েছেন যে এই মামলার তদন্ত থেকে সংস্থাটি সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। পরিবারের দাবি, এই অপরাধে একাধিক ব্যক্তি জড়িত, এর পেছনে রয়েছে বড়সড় চক্রান্ত। কিন্তু এতদিনের তদন্তে সিবিআই একমাত্র অভিযুক্তকেই চিহ্নিত করেছে।

rg kar

ন্যায়বিচারের আশায় পরিবার দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করেন। তবুও হতাশার সুরই শোনা গেল তাঁদের কণ্ঠে—“এক বছর কেটে গেল, কিন্তু মেয়ের হত্যাকারীরা সবাই ধরা পড়েনি, চক্রান্তকারীরা আজও বেঁচে যাচ্ছে আইনের ফাঁক গলে।”