মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠে এল আরজি করের রক্ত মাখা গ্লাভস প্রসঙ্গ! কী বললেন জুনিয়র চিকিৎসকরা

বৈঠকে আরজি করে কয়েকদিন আগে যে রক্তমাখা গ্লাভস উদ্ধার করা হয়েছিল, সেই প্রসঙ্গ উঠে আসে।

author-image
Tamalika Chakraborty
New Update
Rg kar

নিজস্ব সংবাদদাতা:  আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। এই বৈঠকে আরজি করে কয়েকদিন আগে যে রক্তমাখা গ্লাভস উদ্ধার করা হয়েছিল, সেই প্রসঙ্গ উঠে আসে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন, মেডিক্যাল কলেজ-হাসপাতালে যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে। আর জি কর মেডিক্যাল বারবার একই নাম উঠে আসছে। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়া হয়েছে। এখনও তারা কাউন্সিল, বোর্ডে থাকলে, সন্দেহের জায়গা থাকে। আমরা কোনও রাজনীতির জায়গায় নেই, আমরা সুস্থ পরিবেশ চাই।

বার বার জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের সঙ্গে রাজনীতির রঙ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে সতর্ক করে দিলেন। তাঁরা সাফ জানিয়ে দেন, তাঁরা কোনও রাজনীতি চান না। তাঁর শুধু সুস্থ স্বাস্থ্য় ব্যবস্থা চান। মেডিক্যাল কলেজগুলোতে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হলে থ্রেট কালচার বন্ধ হবে না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক স্পষ্ট করে বলে দেন,  আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অভিযুক্ত এই চিকিৎসকদের নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, যে নেই, তার নাম নিয়ে আলোচনা করতে চাই না।