/anm-bengali/media/media_files/oPx1qBYO6pgaIoVAkSxU.jpg)
নিজস্ব সংবাদদাতা: বর্ষার শুরুতেই রাজ্যে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে রাজ্যের মোট ১৫টি জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের ৬টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা—সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম। এইসব জায়গায় দিনে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, কলকাতা সহ ৯টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা শহরেও একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যানজটের বড় কারণ হতে পারে। সেই কারণে প্রস্তুত রাখা হয়েছে কলকাতা পুরসভাকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সবজি ও ফুলচাষে। কৃষকদের সতর্ক করা হয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে।
এছাড়াও, উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us